বসন্ত
আলিফ
ঋতুর রাজা বসন্ত
আসে এক বছর পরে পরে,
বসন্তের জন্যে সবাই অপেক্খা করে।
বছর শেষ হয় এক নতুন সাজে,
বসন্ত আসে আনন্দ নিয়ে।
বসন্তে গাছে গাছে ফুলের সমাহার,
চারদিকে আসে সৌন্দর্যের বাহার।
বসন্তে কোকিল গান গায় মধুর সুরে,
কোকিলের গান শোনে সকলের মন ভরে।
গাছে গাছে নতুন পাতা গজায়
চারি দিক সবুজ হয়ে যায়।
আল্লহর এই অপরূপ সৃষ্টি,
কেরেছে আমার দৃষ্টি।